বান্দরবানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব ১৭) উদ্বোধন

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ শুরু হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, লামা পৌর মেয়র মোঃ জহির ইসলাম, পৌর কাউন্সিলর দীলিপ বড়ুয়া, সৌরভ দাশ শেখর, মোঃ হাবিবুর রহমান খোকনসহ প্রমুখ।

উদ্বোধনী খেলায় (বালিকা অনূর্ধ্ব ১৭) ২-০ গোলে বান্দরবান সদর উপজেলা দলকে হারিয়ে লামা উপজেলা বিজয় লাভ করে। এবারের খেলায় জেলার বালক এবং বালিকা উভয় ৮টি দল অংশ নেবে। পাঁচ দিনব্যাপী এ ফুটবল প্রতিযোগিতায় প্রতিদিন চারটি করে দলের খেলা অনুষ্ঠিত হবে।

আগামী ২৬ সেপ্টেম্বর বালক এবং বালিকা দলের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।