বান্দরবানের রুমা থেকে অপহৃত ৬ জনকে ছেড়ে দিয়েছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পলিক পাড়ার কাছে একটি জঙ্গলে তাদের ছেড়ে দেওয়া হয়।
তারা হলেন- বাসিং অং মারমা (৩০), হ্লা মং মারমা (৪৯), মংগ্যাই মারমা (৫৮), চিং তোয়াই মারমা (৫৪, থোয়াই মারমা (৬২) এবং প্রু সিং মারমা (৪০)।
সবাই সদর উপজেলার সামাখাল পাড়ার বাসিন্দা।
রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈ মং মারমা জানান, ১৪ সেপ্টেম্বর একদল সন্ত্রাসী সামাখাল পাড়ায় ঢুকে ওই এলাকার ৬ জনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আশপাশের এলাকায় অভিযানে নামে। ফলে অপহৃতদের মুক্তি দিতে বাধ্য হয় সন্ত্রাসীরা।
জিজ্ঞসাবাদ শেষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠিয়েছে বলে জানান চেয়ারম্যান।
এ ব্যাপারে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম জানান, ঘটনাস্থল দুর্গম পাহাড়ী এলাকা হওয়ায় সেখানে মোবাইলের নেটওয়ার্ক নেই। তাই, এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে, একটি সূত্র অপহৃতরা মুক্ত হয়েছেন বলে জানিয়েছে।