বান্দরবানের রুমা থেকে আবারো ৬ জন পাড়াবাসীকে অপহরণ করেছে পাহাড়ি দুর্বৃত্তরা।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রুমা উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সামাখাল পাড়ায় এই ঘটনা ঘটে।
অপহৃতদের মধ্যে ৫ জনের নাম পাওয়া গেছে। তারা হচ্ছেন- ফুঅং মারমার ছেলে বাসিং অং মারমা ( ৩০), পুথোয়াই অং মারমার ছেলে হ্লামং মারমা (৪৯), ক্যাহ্লাউ মারমার ছেলে মংগ্যাই মারমা (৫৮), ঞোথোয়াই মারমার ছেলে চিংথোয়াই মারমা (৫৪), মৃত. ক্যামংসি মারমার ছেলে থোয়াই মারমা (৬২)। তারা সবাই সামাখাল পাড়ার বাসিন্দা।
সামাখাল পাড়ার নাইতং পাড়াবাসীরা জানান, শনিবার কিছু সন্ত্রাসী সামাখাল পাড়াবাসীর কাছে চাল এবং তরকারি চায়।
বিষয়টি পাড়াবাসীরা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করলে আজ ৬ জনকে অপহরণ করা হয়।
তারা আরও জানায়, ঘটনার পরপরই সামাখালের পাশে গুলির শব্দ পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা তাদের আশপাশেই কোথাও আটক করে রেখেছে।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম জানান, ঘটনার খবর পেয়েছি। খোঁজ নেওয়া হচ্ছে।