রামুর গর্জনিয়া কচ্ছপিয়ার বাকঁখালী নদীর গর্জনিয়া সেতু এলাকা থেকে এক ম্রো নৃগোষ্টির বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ২৮১ নং কোয়াইজিড়ি মৌজার চড়ুই পাড়া এলাকার রেংনিক ম্রোর পিতা মাংপা ম্রো (৫০)।
শুক্রবার( ১৩ সেপ্টম্বর) সন্ধ্যার দিকে গর্জনিয়া পুলিশ ফাড়িঁর উপ-পরিদর্শক দেব্রত রায়ের নেতৃত্বে পুলিশ বাকঁখালী নদীর বালিচর থেকে তাকে উদ্ধার করে পুলিশ ফাড়িঁতে নিয়ে আসে।
নিহতের ছেলে রেংনিক ম্রো (৩৫) জানান, তার বাবা ১২ সেপ্টম্বর বৃস্হপতিবার বিকেলে বাড়ির পাশে বাকঁখালী নদীর ওপার থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যায় তাদের বাবা বাড়িতে না ফিরলে, তারা ( নিহতেরস্বজন) রাত থেকে বাকঁখালী নদীতে খোজঁতে বের হয়।
নিহতের নাতি (ছেলের ছেলে) আমন ম্রো জানান, তারা সারা রাত বাকঁখালী নদীতে খুজঁতে খুজঁতে একেবারে পরের দিন বিকেলের দিকে গর্জনিয়া সেতুর আধ কিলোমিটার উপরে নদীতে ভাসমান অবস্থায় নিহত মাংপাকে দেখতে পেয়ে, নদী থেকে কুড়িয়ে এনে বালিচরে রেখে দেয়।
নিহতের ছেলে দাবী করেন, তাদের বাবা, গরু আনতে গিয়ে নদীতে পড়ে যায়। এতে তার বাবা পানির স্রোতে ভেসে গিয়ে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এসআই দেব্রত রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা লাশটি উদ্ধার করে যতাযত আইনী পক্রিয়া শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।