চট্টগ্রাম বাঁশখালীর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ আজ ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলি, পৌর মেয়র আলহাজ শেখ সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি আল বশিরুল ইসলাম, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমী, বাঁশখালী থানার ওসি তদন্ত কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, বাঁশখালীর স্বনামধন্য সার্ভেয়ার আল আমিন, এছাডাও বাঁশখালীর বিভিন্নস্কুলে প্রধান শিক্ষকগণ সহ স্কুলের ছাত্র ছাত্রী। প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন আমি আপনাদের মতো এত সুয়োগ সুবিধা নিয়ে পডালেখা করতে পারি নাই। তিন কিলোমিটার পথ হেঁটে স্কুলে যাইতাম এবং দুইটা কাপড সাথে নিয়ে যেতে হতো কারণ একটা কাপড় কাঁদা মাটিতে নষ্ট হবে অন্যটি গাঁয়ে দিয়ে স্কুলে যাইতাম।
তিনি বাঁশখালীর প্রাথমিক বিদ্যালয়ে মা অভিভাবক এর কাছে বিভিন্ন কথা শুনেন এবং কথা গুলোর জবাব দেন।
জেলা প্রশাসক ইলিয়াস হোসেন আরও বলেন আপনার সন্তানদের কে নৈতিক শিক্ষা দিবেন। কোন ধরনের প্রাইভেট কিংবা কোচিং করতে দিবেন না। শুধু মা হিসাবে আপনি একটু বেশী খেয়াল রাখলে হবে। আর এটাও খেলার রাখবেন আপনার সন্তান বন্ধু সিলেকশন টিক মতো করছে কিনা। এবং টিক মতো খাবর খাচ্ছে কিনা। স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ হিসাবে খাতা, কলম, টিফিন বাটি,স্কুলের ড্রেস,টেবিল এবং স্কাউটস তালির মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়।