বাঁশখালীতে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষ : নিহত-১

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বাঁশখালীতে পিকআপ ও সিএনজি অটো রিকসার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার দিকে উপজেলার শেখেরখিল ফেরদৌস চেয়ারম্যান বাড়ীর সামনে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান(৬০)। তিনি শেখেরখিল ৫নং ওয়ার্ড় মোশারফ আলী সিকদার বাড়ীর মৃত রহমত আলীর পুত্র।

আহতরা হলেন, বাঁশখালীর উত্তর জলদি’র কবির আহমেদের ছেলে ফারুক (২০), পাইরাং এলাকার শশাংক মোহন দে এর ছেলে দিলীপ দে (৩৫) ও নিহত আবদুর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪৫)।

আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাঁশখালী থানায় এনে এম্বুলেন্সে রাখা ছিল।

প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় মেম্বার জাকারিয়া জানান, সন্ধ্যা ৭ টার দিকে শেখেরখিল ফেরদৌস চেয়ারম্যান বাড়ীর সামনে একটি পিকআপ ও দিগন্ত এক্সপ্রেস নামে একটি সিএনজি অটো রিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। আহত হয় ড্রাইভারসহ ৩ জন।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিএনজি ও পিকআপ গাড়ি দুইটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহত লাশ বর্তমানে থানায় আছে। নিহতের পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

পিকআপ ড্রাইভার এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।