বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০০ পিচ ইয়াবাসহ একজন পরিহিত অবস্থায় ইয়াবা পাচার কালে আজ শনিবার (২৬ নভেম্বর ) ৫ টা ৪০ মিনিটের সময় বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিসহ দক্ষিণপুঁইছড়ি ফ্রুটখালী ব্রীজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭০০ পিচ ইয়াবা সহ এক যুবককে আটক করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিনের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আজিমুল হক এবং সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে।
এসআই( নিঃ) মোঃ আজিমুল হক মুঠোফোনে বলেন, প্রতিদিনের মত আজকে ও অভিযান পরিচালনা করার সময় তল্লাশি করে ৭০০ পিচ ইয়াবা সহ তাকে আটক করে থানায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।
জানা যায় ইয়াবা পাচারকারী হচ্ছেন,কক্সবাজার জেলা, টেকনাফ থানাধীন মিড়া পানির ছড়া ১ নং ওয়ার্ডের আব্দুল মালেক এর পুত্র আব্দুর রহমান (২৩)।
উদ্ধার সংক্রান্তে মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রহিয়াছে বলে জানান ওসি বাঁশখালী।