নগরীর বহদ্দার হাট মোড় এলাকায় মো: সাব্বির নামে এক যুবকের উপর দুবৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকালে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
হামলায় আহত সাব্বির শনিবার চাঁন্দগাঁও থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, শুক্রবার বিকাল ৫টার দিকে বহদ্দার মোড়ে স্থানীয় সন্ত্রাসী, জুয়েল(৩২), তানজিদ(২৬),সামু(২৫), আরমান উদ্দিন রনি(২৫) হঠাৎ তার উপর হামলা করে। এঘটনায় তার সারা শরীর রক্তাক্ত হয়। এসময় দুবৃত্তরা তার মোবাইল, হাতঘড়ি ও নগদ সাড়ে ৪হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।