ময়মনসিংহের ভালুকা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল মিয়া (৩১) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার হবিরবাড়ি-জামিরদিয়া সড়কের তারা মিয়ার বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত রুবেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে ময়মনসিংহ ও গাজীপুরে কমপক্ষে সাতটি মামলা রয়েছে।
জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, হবিরবাড়ি এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে- এমন খবরে রাতে ডিবির দুটি দল উপজেলার হবিরবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে অন্যরা চলে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী রুবেলকে পাওয়া যায়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নিহত রুবেলের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলাসহ সাতটি মামলা রয়েছে।