আমেরিকান ওয়াল স্ট্রিট জার্নাল আয়োজিত ”ফিউচার অব লিডারশিপ” প্রোগ্রামে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মামুন চৌধুরী ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন, তিনি দুবাই হযে আগামীকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে পৌছাবেন।
একাধিক অনুষ্ঠানে অংশ নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে।
মামুন চৌধুরী বলেন, জাতিসংঘের ফিউচার লিডারশিপ প্রোগ্রামে বাংলাদেশ থেকে আমি নির্বাচিত হয়েছি। নির্ধারিত কর্মসূচি ছাড়াও জাতিসংঘের আরও কয়েকটি লিডারশিপ অনুষ্ঠানে অংশ নেব আমি। নির্ধারিত কর্মসূচি শেষ করে যেন নিরাপদে দেশে ফিরে আসতে পারেন তার জন্য মামুন চৌধুরী তার জন্মস্থান দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের এলাকাবাসী ছাড়াও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।