ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সদর উপজেলার ফতুল্লা শিয়াচর এলাকায় তক্কার মাঠ সংলগ্ন এক তলা একটি বাড়ি ঘিরে রোববার মধ্যরাতে এই অভিযান শুরু হয় বলে জেলা পুলিশের কর্মকর্তারা জানান।

কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম  বলেন, “আমরা আগে থেকেই তথ্য সংগ্রহ করছিলাম। গত রাত থেকে বাড়িটি ঘিরে ফেলা হয়। আমরা এখনও ভেতরে ঢুকিনি। ভেতরে তল্লাশি চালানোর পর বিস্তারিত বলতে পারব।”

ওই বাড়ির মালিক জয়নাল আবেদীন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত একজন ডিজিএম। তার দুই ছেলে ও এক পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

এই তিনজন হলেন-ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক ফরিদউদ্দিন রুমি, ফরিদের স্ত্রী অগ্রণী ব্যাংকের কর্মী জান্নাতুল ফোয়ারা অনু এবং ফরিদের ভাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী জামালউদ্দিন রফিক।

সকালে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যেদেরও ওই বাড়ির দিকে যেতে দেখা গেছে। তবে বিস্ফোরণ বা গোলাগুলির কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির ২০০ গজ দূর থেকে পুরো এলাকা ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম  বলেন, “অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।”