বৃহত্তর ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন সচেতনামূলক কর্মসূচির আওতায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রমসমূহ ডিজিটাল উপায়ে বয়স্ক বিধবা মহিলাদের মাঝে ভাতার বহি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিস কার্যালয়ের আয়োজনে ১৯ সেপ্টেম্বর দুপুরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভাতার বহি বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জানে আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব।
বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সমাজসেবা অফিসা রাজিব আচার্য্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিভিন্ন এলাকা থেকে অাসা বয়স্ক মহিলা ও পুরুষদের মাঝে ভাতার বহি বিতরণ করা হয়।