ফটিকছড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
শনিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক কারবারীরা হচ্চে, মোঃ আবু তাহের (৪৫) ও মোঃ সোহেল রানা (৩১)।
পুলিশ জানায়, তাহেরকে উপজেলার কাঞ্চননগর ইউপির ছমুরহাট বাজারের দক্ষিনে সুন্দরশাহ দরগার গেইটের সামনের ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার করে।
অন্যদিকে সোহেল রানাকে নাজিরহাট পৌরসভাস্থ ঝংকার মোড় আল আমিন হোটেল এর সামনে পাকা রাস্তার উপর থেকে ১৫ (পনের) পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
মোঃ আবু তাহের (৪৫), কাঞ্চনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড, মাইজ পাড়া, পরান তালুকদার বাড়ী -মৃত ছালে আহাম্মদ পুত্র, মোঃ সোহেল রানা সমিতিরহাট ইউপির ওখারা গ্রামের আমিন মোহাম্মদ তালুকদার বাড়ীরমোঃ আব্দুল রউফের পুত্র।
আসামীদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় পৃথক পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়েছে। মামলা নং -০৬, তারিখ-০৭/০৯/২০১৯ইং, মামলা নং-০৭, তারিখ-০৮/০৯/২০১৯ইং,