ফটিকছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক, অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালিকা, অনূর্ধ্ব-১৭) এর ফাইল খেলা গত ১৬ সেপ্টম্বর (সোমবার) বিকেল ফটিকছড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ের এ টুর্ণামেন্ট ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন এর সভাপতিত্বে ফাইনালে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি সৈয়দ নজিবুল মাইজভান্ডারী।
এতে প্রতিদন্ধীতা করে নাজিরহাট পৌরসভা বনাম ভূজপুর ইউনিয়ন একাদশ। খেলা শেষে ট্রাইবেকারে নাজিরহাট পৌরসভা একাদশ ০৪-০৫ গোলে হারিয়ে ভূজপুর ইউনিয়ন একাদশ জয়লাভ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত এমপি খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ, জেবুন নাহার মুক্তা, সহকারী কমিশার (ভূমি) জানে আলম, মেয়র ইসমাল হোসেন, এসএম সিরাজদৌল্লাহ, ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার, জেলা আ,লীগের সদস্য সৈয়দ মুহাম্মদ বাকের, ইউপি চেয়ারম্যান জানে আলম, হারুণ রশিদ ইমান, ইব্রাহিম তালুকদারসহ হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকবৃন্দ।
খেলা শেষে দু’দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে অতিথিরা।