ফটিকছড়িতে ইভটিজিং করার দায়ে মোঃ রহমত (২২) নামে এক যুবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ সেপ্টেম্বর ) বিকেলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েদুল আরেফিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত ইভটিজিং কারী রহমতকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।
জানা গেছে, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতো ইভটিজিংকারী মোঃ রহমত (রিক্সা চালক)। বিষয়টি উক্ত ছাত্রী অভিভাবককে জানান।
সে বিষয়ে তার পরিবার লিখিত অভিযোগ করেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন বিকেলে ফটিকছড়ি পৌরসভার কে.এম টেক এলাকার অভিযান পরিচালনা করে ইভটিজিংকারীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
সে পাইন্দং ইউনিয়নের কারবালা টিলা এলাকাস্থ আদর্শ গ্রামের মোঃ জাফরের পুত্র।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন রাত সাড়ে আটটার দিকে জানান, ফটিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফায়জা খান স্কুলে যাওয়া-আসার সময় ইভটিজিং কারী মোঃ রহমত উত্ত্যক্ত করে আসছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে যায়, তাকে হাতে নাতে আটক করি এবং পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা করি।