ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে রাঙ্গুনিয়া পৌরসভায় ফগার মেশিনের সাহায্যে ওষুধ ছিটানো হচ্ছে।
পৌরসভার মেয়র মোহাম্মদ শাহাজাহান সিকদার ২টি ফগার মেশিনের সাহায্যে পৌরসভার কার্যালয়ে ওষুধ দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ সেলিম, জালাল উদ্দিন, লোকমানুল হক তালুকদার, সিরাজুল ইসলাম, এনাম উদ্দিন আইয়ুব, নজরুল ইসলাম, নূর জাহান বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি পালাশী মুৎসুদ্দী, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ওবাইদুল্লাহ প্রমুখ।
মেয়র শাহাজাহান সিকদার বলেন, ফগার মেশিন ছাড়াও হ্যান্ড স্প্রে মেশিন ব্যবহার করে মশা ও লার্ভা ধ্বংসকারী ওষুধ দেওয়া হবে। ফগার মেশিনের সাহায্যে এডাল্টিসাইড ওষুধ ধোঁয়া আকারে এবং হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যে লার্ভিসাইড ছিটানো হবে।
প্রতিদিন রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় ঝোপঝাড়, বিভিন্ন পরিষ্কার স্থানে ও নালায় যেখানে মশা জন্ম হয় সেখানে এই ওষুধ দেওয়া হবে।