প্রভার ভিডিও আবার আলোচনায়

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভার একটা ভিডিও আবার আলোচনায় উঠে এসেছে। এর আগে তার একটা ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে ভিডিও বার্তা ও লাইভ করে থাকেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও পোস্ট করেন প্রভা। এই ভিডিওটি প্রকাশ করার পর তা বেশ আলোচনায় এসেছে। এক দিনেই এক লক্ষাধিক মানুষ দেখেছে ভিডিওটি। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সবে মাত্র গোসল সেরে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরছেন। মুখের ওপর ভেজা চুল।  হাত দিয়ে ভালোবাসার চিহ্ন এঁকে কারো উদ্দেশ্যে আই লাভ ইউ বলছেন প্রভা।

দেশের ছোট পর্দার অন্যতম বিতর্কিত এবং সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিষয়টি সবারই কমবেশি জানা। ২০০৫ সালে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করলেও বিতর্কিত ঘটনা ও বিয়ে বিচ্ছেদের পর অভিনয় থেকে দূরেই ছিলেন প্রভা। তবে মাঝখানে বিরতি দিয়ে পর্দায় ফেরেন আবার। বর্তমানে নিয়মিত কাজ করছেন নাটক-টেলিফিল্মে।