পেকুয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কক্সবাজারের পেকুয়ায় দুটি মুদির দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(১৭সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার বারবাকিয়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈকা সাহাদাত এ অভিযান চালান।

অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় একটি মুদির দোকানকে ৫০০ টাকা ও পণ্যের মেয়াদ না থাকায় আরেকটি মুদির দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাত বলেন, ভোক্তা অধিকার আইনে দোকান দুটিকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার সবকটি দোকানে ভেজাল ও মেয়াদোর্ত্তীণ পণ্যের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।