নগরীর চাক্তাই রাজাখালী এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার (২২ সেপ্টম্বর) সন্ধ্যায় রাজাখালী মেঘনা গলির সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত মোঃ জিয়াউল হক রাজাখালী চাক্তাই ফায়ার সার্ভিসের ১৪ নং গলির জাগির হোসেনের ছেলে।
আহতের স্বজনরা জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে আগে থেকে হুমকি দেওয়া একই এলাকার আমজিয়ার ছেলে সোহেলের নেতৃত্বে এ হামলা করা হয়।.
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সিপ্লাসকে বলেন, আনুমানিক রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় জিয়াউল হককে হাসপাতালে আনা হয়। চিকিৎসকদের মতে তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে হামলাকারীদের ধরতে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালাচ্ছে পুলিশের একটি টিম।