পূর্ব আফ্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী দুইভাই নিহত

নিহত দুই ভাই
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

পূর্ব আফ্রিকার মোজাম্বিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের দুইভাই নিহত হয়েছেন।

নিহত দুই ভাইয়ের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন-মোহাম্মদ আরাফাত (২৩)।  অপর ভাইয়ের অনুমানিক বয়স ২৬ বছর।

তারা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ৪ নং ওয়ার্ডের সালেহ আহমদের ছেলে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা (স্থানীয় সময় বিকেল ৪টা) এ দুর্ঘটনা ঘটেছে।মোজাম্বিক থেকে প্রবাসী যুবক মোহাম্মদ দেলোয়ার পাঠক ডট নিউজকে বিষয়টি জানান। তিনি বলেন, নিহত দুইভাইসহ অন্তত ৫জন একটি জীপে চড়ে পূর্ব আফ্রিকার মোজাম্বিক থেকে অবৈধভাবে দক্ষিণ অফ্রিকায় যাওয়ার সময় মোজাম্বিকের মক্ববা শহরে গাড়ীটি দুর্ঘটনায় পতিত হয়ে দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রবাসী দুই বাঙলাদেশী (দুইভাই) মারা যান।

আহত হয়েছেন এক কৃষ্ণাঙ্গসহ ৩ জন।  তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত দুইভাইয়ের লাশ মক্ববা হাসপাতালে রাখা হয়েছে।

জানাযায়, তারা দালালের মাধ্যমে পূর্র আফ্রিকা থেকে অবৈধভাবে সাউথ আফ্রিকা যাচ্ছিল।