পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৬

ছবি-সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমে পাহাড়ি রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন। দেশটির পুলিশ এই তথ্য জানায়।

দেশটির পুলিশের বরাত দিয়ে জিও টিভির খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি স্কারডু থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোড় পরিবর্তন করার সময় পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে যায়।

খালিজ টাইমসের খবরে বলা হয়, বাসটি নিয়ন্ত্রণ হারালে পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে।

পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া এতে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।