পশ্চিমবঙ্গে এবিএম ফজলে করিম চৌধুরী সংবর্ধিত

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে ‘মাস্টারদা সূর্য সেন ওয়েলফেয়ার সোসাইটি’ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি’কে সংবর্ধনা প্রদান করেছে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধ্যমগ্রাম পৌরসভাস্থ নজরুল মঞ্চে এ সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি শিল্পপতি রতন ধর।

 

সংবর্ধনার জবাবে জননেতা এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, মাস্টার সূর্য সেনের নেতৃত্বে একদল সাহসী বিপ্লবীর সশস্ত্র সংগ্রামের কারণে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে ওঠে ছিল। সূর্য সেনের কারনে বিশ্বে রাউজানের নাম সমাদৃত। মধ্যমগ্রাম-বারাসাতবাসী আজ আমাকে যে সম্মান দিয়েছেন, তা আমার আজীবন মনে থাকবে।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি বহ্মচারী মুরাল ভাই বলেন, জননেতা ফজলে করিম চৌধুরী শুধু রাউজান নয়, ভারতেরও পরম বন্ধু। তাঁর অসাম্প্রদায়িক ও প্রগতিশীল কর্মকান্ড সচক্ষে দেখার সৌভাগ্য আমার হয়েছে।

অনুষ্ঠানে মধ্যমগ্রাম পৌর মেয়র রথীন ঘোষ, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, পৌর কাউন্সিলর অরবিন্দ মিত্র, মহিলা কাউন্সিলর অন্তরা মজুমদার, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের মহাসচিব শ্যামল কুমার পালিত, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী, সুমন দে, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহুরলাল হাজারী, সাবেক কাউন্সিলর বিজয় কিষান চৌধুরী, অ্যাডভোকেট শুভাশীষ গুহ, অ্যাডভোকেট যীশু দে প্রমুখ বক্তব্য রাখেন।