সিপ্লাস ডেস্ক: পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলছে।
জানা গেছে, ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা এসে পল্টনে বিএনপি অফিসের সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করে পুলিশ। পরে তারা ক্ষুব্ধ হয়ে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে।
নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পল্টন অফিসসহ অলিগলিতে অবস্থান নিয়েছে।
পল্টন থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।