নগর যুবলীগের ওয়ার্ড বা থানার কোনো পদ-পদবীতে না থাকলেও নিজেকে নগর যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন নূর মোস্তফা টিনু। নগর যুবলীগের এক সিনিয়র নেতা এমন তথ্য জানিয়েছেন।
সংগঠনটির নেতা পরিচয় দিয়ে চকবাজার এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এমনকি চকবাজার কেন্দ্রীক সব ধরণের অপরাধের সাথে তার জড়িত থাকা ও চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলজে নিজের আধিপত্য বিস্তার করতে গ্রুপিং, সংঘর্ষ এবং মারামারিতে ইন্ধন দেওয়ার অভিযোগও রয়েছে এ নেতার বিরুদ্ধে। সে কোতোয়ালী-বাকলিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী হিসেবে পরিচিত।
রোববার (২২ সেপ্টেম্বর) রাতে নগরের শোলকবহর এলাকা থেকে টিনুকে আটক করে র্যাব।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার বাসা ঘিরে র্যাব অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে।