ট্রেইলারসহ চোরচক্রের ৫ সদস্য আটক

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নগরীর পতেঙ্গা থানার চরপাড়া হতে চোরাইকৃত ট্রেইলার উদ্ধার সহ ৫ চোরকে আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ। ৮ সেপ্টেম্বর রবিবার তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতার পাঁচজন হলো- খোরশেদ আলম শাহীন (২৯), মো. রাকিব (২৩), মো. রাজু প্রকাশ মফিজ (২৫), মো. মাসুম (২৪) ও মো. শাহজাহান প্রকাশ সাজু (৩৩)। এদের মধ্যে খোরশেদ আলম শাহীন প্রাইম মুভারের ট্রেইলার চুরি হওয়া প্যাসিফিক লজিস্ট্রিক সার্ভিসের গাড়িচালক বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, দক্ষিণ পতেঙ্গা চরপাড়া এলাকা থেকে প্রাইম মুভারের ট্রেইলার চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে খোরশেদ আলম শাহীন প্রাইম মুভারের ট্রেইলার চুরি হওয়া প্যাসিফিক লজিস্ট্রিক সার্ভিসের গাড়িচালক তাকে দক্ষিণ হালিশহর বারুনীঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে চুরি হওয়া ট্রেইলারটি উদ্ধার ও বাকি আসামিদের গ্রেফতার করা হয়।

গত ২৭ আগস্ট রাতে পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা চরপাড়া এলাকা থেকে প্যাসিফিক লজিস্ট্রিক সার্ভিসের  প্রাইম মুভারের ট্রেইলার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর পতেঙ্গা থানায় এসে মামলা দায়ের করেন প্যাসিফিক লজিস্ট্রিক সার্ভিসের মালিক আবদুল কাদের।