পটিয়ায় ২৪ রোহিঙ্গা গ্রেফতার

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

পটিয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে পুলিশ ২৪ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে।

তারা হলেন- নেজাম উদ্দিন (৬৫), শহীদুল ইসলাম (১৯), শফিক আলম (১৯), আবদুল কালাম (৪২), মো. হোসেন (২১), জিয়াউর রহমান (১৯), সাইফুল ইসলাম (১৯), ইউসুফ (২০), নবী হোসেন (৩৭), আমিন (৪২), ইলিয়াছ (৩০), আবদুর রাজ্জাক (২৫), নুরুল আমিন (৪০), আনোয়ার ছাদেক (২১), জিয়াউর রহমান (১৯), আহমদ কবির (৪৫), মজিবুর রহমান (১৯), শরীফ (১৯), বশির আহমদ (৫৫), আবদুল মোনাফ (৬০), আলী আহমদ (১৯), আবদুস ছালাম (৪৮), মো. জুনায়েদ (৪২), মো. কাশেম (৩৯)।

তারা সবাই মায়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানাধীন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানান। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ও উপ-পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব রোহিঙ্গাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্র জানায় ।

পুলিশ জানায় , উপজেলার হাইদগাঁও, কেলিশহর, কচুয়াই, পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা বসতি গড়ে তুলেছে। তারা দিনে দিন মজুরির কাজ করলেও সন্ধ্যার পর থেকে তারা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে । এমনকি রোহিঙ্গাদের অনেকেই ভোটার ও বিভিন্ন ইউনিয়ন থেকে জন্মসনদ নিয়ে চাকুরীও করছেন। শুধু তাই নয় পাসপোর্ট নিয়ে বিদেশে ও পাড়ি জমাচ্ছেন।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন , রোহিঙ্গাদের কারণে পটিয়ায় চুরিসহ নানান অপরাধ বৃদ্ধি পেয়েছে। পটিয়া থেকে রোহিঙ্গাদের ধরে আইনের আওতায় আনতে থানার প্রত্যেক অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। রাত ১২টার পর কোন দোকানপাট খোলা না রাখতে ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদককে বলা হয়েছে। ১২টার পর কোন এলাকায় অপরিচিত লোক পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। ২৪জন রোহিঙ্গা গ্রেফতারের ঘটনায় এসআই এনামুল হক বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা রুজু করেছেন।