চট্টগ্রামের পটিয়া উপজেলায় সৌদিয়া পরিবহনের বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছে। নিহত হয়েছে ১ জন।
নিহতের সামশুল আলম (৫২) সাতকানিয়ার জুলু সওদাগরের পুত্র।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাইপাস সড়কে দ্রুতগতির ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেত্রে উল্টে পড়ে।
পটিয়া ফায়ার স্টেশন অফিসার (এসও) সৌমেন বড়ুয়া জানান, খবর পেয়ে ফায়ার স্টেশনের লোকজন পুলিশের সহযোগিতায় উদ্ধার কাজ চালাচ্ছে। বেলা ১টা পর্যন্ত ওই বাস থেকে একজনের মরদেহ এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে নিহত ও আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।