পটিয়ার কোলাগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল উদ্দিন আকবরকে খুনের মামলায় প্রধান আসামি শাহীন উল্লাহকে (৩০) গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে নগরীর জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কোলাগাঁও ইউনিয়নের নুরুল আলমের ছেলে। চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের এস আই মিজানুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে জানান, জিইসি মোড় এলাকার মেডিকেল সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। খুনের ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিল।
গত বছরের ৩ ডিসেম্বর উপজেলার কোলাগাঁও’র টেক এলাকায় জামাল উদ্দিন আকবরকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়।
স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল উদ্দিন আকবরের বড় ভাই কামাল উদ্দিন বাদী হয়ে একই বছরের ৪ ডিসেম্বর একটি মামলা করেন