নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগের সালিশি বৈঠকে গোলাগুলির ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ আহত হয়েছে ১৬ জন। আটক করা হয়েছে ৩ জনকে।
গত কয়েকদিন ধরেই সোনাইমুড়ীতে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বড় ধরনের সংঘর্ষ ঘটলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছামাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে বুধবার রাতে সালিশি বৈঠক ডেকে সমাধানের আশ্বাস দেন।
বৈঠকের শুরুতেই ১৫-২০ জনের একটি গ্রুপ কোনো কিছু বোঝার আগেই বৈঠক স্থলে এলোপাতাড়ি ককলেট, বোমা ও গোলাগুলি শুরু করে।
এতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছামাদসহ আহত হয় ১৬জন। গুলিবিদ্ধ হয় আরো ১জন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।