নিজের দেশ…নিজের বাড়ি: স্যানমার ইউএই প্রপার্টি লাক্সারী-শো

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সম্মানিত প্রবাসীদের নিকট রিয়েল এস্টেট বিনিয়োগ আরও সহজতর করা এবং অধিকতর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে দেশের শীর্ষ স্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি “স্যানমার প্রপার্টিজ লিমিটেড” দুবাইয়স্থ ডাউন টাউন এলাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড টাওয়ার এ ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে।

এই উপলক্ষ্যে আগামী ১৩ ও ১৪ ই সেপ্টেম্বর শুক্রবার এবং শনিবার দুবাইয়স্থ ডেইরা ক্রিক এ র‌্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ স্যানমার প্রপার্টি লাক্সারী-শো” ।

হোটেলের ১১ তলায় আল-শামসা সম্মেলন কক্ষে এই মেলা বিকাল ৫ টা থেকে রাত ১১টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় প্রদর্শিত ঢাকা ও চট্টগ্রামের হাজারেরও বেশী ফ্ল্যাট, অফিস স্পেস ও দোকান থেকে গ্রাহকগণ তাদের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন।

মেলা চলাকালীন বুকিং দিলে স্যানমারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট ভাউচার ও সহজ সুদ-মুক্ত কিস্তি সুবিধা পাবেন।

বিস্তারিত জানতে +971 56 650 2646, +971 56 846 5440নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।