চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদক টিংকু দাশ আর নেই। তিনি মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) ভোর চারটায় স্ট্রোক জনিত কারনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে অসুস্থ হয়ে পড়লে টিংকু দাসকে তার পানিরকল বাসা থেকে চমেকে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মৃত্যুকালে তার পরিবারে স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছেন। তার বয়স হয়েছিলো ৪৭ বছর।
আজ মঙ্গলবার বিকেল চারটায় টিংকু দাশের মরদেহ নগর বিএনপির কার্যালয়ের সামনে আনা হবে। সেখানে তাকে নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানাবেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসাইন।
এক এক শোকবার্তায় তিনি বলেন, ছাত্রদল থেকে উঠে আসা বাবু টিংকু দাস দলের জন্য নিবেদিত ছিলেন। জেল, জুলুম, হুলিয়া নিয়েই সারাক্ষণ দৌড়তে হতো। আজ এই দুঃসময়ে টিংকু দাশের অকাল মৃত্যুতে দলের এক নিষ্ঠাবান নেতাকে হারাল। আমরা তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত।