নগর ছাত্রসেনার সভাপতি’র ওপর হামলা

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ইসলামী ছাত্রসেনা নগর (উত্তর) এর সভাপতি গোলাম মোস্তফা মেহেদীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চকবাজার থানা এলাকার মহসিন স্কুলের সামনে এ হামলা চালানো হয়।

নগর ( উত্তর) ছাত্রসেনার সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যার দিকে বাসায় ফেরার পথে মেহেদীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। মহসিন স্কুলের সামনে দিয়ে যাবার সময় পেছন থেকে তার মাথায় একের পর এক আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।

এদিকে হামলার প্রতিবাদে নগর ছাত্রসেনা ও যুবসেনার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চমেক হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে চকবাজার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে, বলেন মিজানুর রহমান।