চট্টগ্রাম নগরীর ধনিয়াল পাড়ার বায়তুশ শরফ মাদ্রাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
২১ সেপ্টেম্বর শনিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলামের নেতৃত্বে দুইটি গাড়ি ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত হয়েছিলো বৈদ্যুতিক ভোল্টেজ আসা-যাওয়ার কারণে। কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে বলে জানান তিনি।