নগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকার একটি মার্কেটে অভিযান চালিয়ে ৮ বোতল বিদেশী মদ সহ দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি’র উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান সিপ্লাসকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন জাহাঙ্গীর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ৮ বোতল বিদেশী মদসহ ওয়াহিদ আলী প্রঃ মান্না (২০) ও মোঃ ইরফান হোসেন (২২)’কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদরঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিবি সূত্র জানিয়েছে, উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব দেব প্রিয় দাশ এর নেতৃত্বে এসআই ফররুখ আহমদ মিনহাজ, এএসআই মোঃ শাহপরান, এএসআই মইনুল হোসেন, এএসআই পল্লব কিশোর ও ডিবি পুলিশের একাধিক সদস্য এই অভিযানে অংশ নেয়৷