পবিত্র আশুরা উপলক্ষে ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিভিন্ন ইসলামী সংগঠন তাজিয়া মিছিল বের করবে।
যার কারণে সিএমপির ট্রাফিক বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে নগরবাসীকে নগরীর নির্দিষ্ট কিছু সড়ক এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত কিছু সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রন এবং ডাইভারশন প্রদান করা হবে বলেও জানানো হয়।
নগরীর খুলশী রোড,টাইগার পাস,বিআরটিসি,নিউ মার্কেট,আমতলা,তিনপুল, এনায়েত বাজার,কাজীর দৈউরী,লালদীঘি, কোতয়ালী মোড়,ফিশারি ঘাট,সিটি কলেজ মোড়,লাভ লেইন,জিইসি,শাহজালাল বেকারী,অক্সিজেন, রৌফাবাদ,মুরাদপুর সহ তাজিয়া মিছিলের যাত্রা পথের সকল সড়কে যানবাহন চলাচল দুপুর ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত সম্পুর্ণ অথবা আংশিক বন্ধ থাকবে।
এসময় নগরবাসীদেরকে এই সমস্ত রাস্তা যথাসম্ভব এড়িয়ে চলার জন্য অনুরোধ করেছে ট্রাফিক বিভাগ (সিএমপি)।