ঝালকাঠিতে ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ায় পুলিশ তার মা ও সৎ বাবাকে আটক করেছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু তাহের মিয়া জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
কিশোরীকে বুধবার ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক তাহের বলেন, “১৩ বছর বয়সী শিশুটি শহরের কাঠপট্টি এলাকায় তার মা ও সৎ বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকত। অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়। রাতেই শহরের কালীবাড়ি সড়ক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আটক করা হয় তার মা ও ও সৎ বাবা মো. আলমকে।”
পরিদর্শক প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, “মা ও সৎ বাবা তাকে অনৈতিক কাজে বাধ্য করে। তাদের সহযোগিতায় একাধিক পুরুষ তাকে ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়।”
এ ঘটনায় শিশুটি বাদী হয়ে মামলা করেছে জানিয়ে তিনি বলেন, তদন্ত করে আইনগত অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।