দোহাজারী পৌরসভায় শহীদ শেখ কামাল ফুটসাল টুর্নামেন্টে সামাদ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

দোহাজারী সামাদ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় আবাহনী ক্রীড়াচক্রের আয়োজনে বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে বোটঘাটা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিপুল দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনাপূর্ন ফাইনাল খেলায় পশ্চিম কাটগড় একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে দোহাজারী সামাদ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

খেলা শেষে সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবুর সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার হেলাল মাহমুদ ও কামরুল হাসান মিন্টুর যৌথ উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা আ.লীগ সাধারণ সম্পাদক ও আবাহনী ক্রীড়াচক্র দোহাজারী’র সভাপতি বশির উদ্দীন খান মুরাদ। প্রধান বক্তা ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী। উদ্বোধক ছিলেন মুহাম্মদ লিয়াকত আলী।

বিশেষ অতিথি ছিলেন, দোহাজারী প্রেসক্লাব সভাপতি এম.এ রাজ্জাক রাজ, সাবেক দোহাজারী ইউ.পি চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নোমান বেগ, দোহাজারী পৌরসভা আ.লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, দোহাজারী এলডিপি সভাপতি ইউসুফ সওদাগর, দক্ষিণ জেলা কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী, ইউ.পি সদস্য নুরুল আলম আজাদ, আব্দুল আজিজ, প্রবাসী জসিম উদ্দিন প্রমূখ।

খেলায় রেফারী ছিলেন মুশফিকার উদ্দীন খান শিমুল ও ইমরুল খান শিপন। ফাইনাল খেলায় হ্যাট্টিক গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের রিমন। ৩২ টি দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ইনজামামুল হক ইমন, সেরা গোলরক্ষক খোকা, সেরা দর্শক হাজি আহমদ হোসেন, নবাব মিয়া ও ইফাজ মাহমুদ সাফি।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।