চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভা গ্রীন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৭ম বর্ষপুর্তি উপলক্ষে
৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এর সহযোগীতায় ফ্রি মেডিকেল হার্ট ক্যাম্প ও বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করা হয়।
এতে বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক রোগীকে ফ্রী ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দোহাজারী গ্রীন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সোলাইমান এর সভাপতিত্বে ম্যানেজার তৌহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক ডাঃএকেএম ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ও বোর্ড মেম্বার মিসেস আমেনা শাহীন, গ্রীণ হাসপাতালের এমডি ডাঃনুরুন নবী।
চটগ্রাম মেট্রোপলিটন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সহকারী অধ্যাপক এম এ হাশেম,
এতে আরো উপস্থিত ছিলেনগ্রীণ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোঃইউনুছ, পরিচালক এডমিন জয়নাল আবেদীন, চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এজিএম এন্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আমান উল্লাহ আমান, এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃমোরশেদ প্রমুখ ।
যেসব বিশেষজ্ঞ চিকিৎসক গণ চিকিৎসা সেবা প্রদান করেন-চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট ডাঃআবদুল মোত্তালিব,ডাঃআখতার হোসাইন, ডাঃশফিউল আজম, ডাঃসোহেল সিদ্দিকী, গ্রীণ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃছোটন ধর, ডাঃফাতেমা তুজ জোহরা।