দুই সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন স্পিকার

স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউরেশীয় দেশগুলোর স্পিকারদের চতুর্থ সম্মেলনে যোগ দিতে শিরীন শারমিন রোববার ঢাকা ছাড়েন।

কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে অনুষ্ঠেয় ওই সম্মেলনে স্পিকারের সঙ্গী হিসেবে থাকছেন হুইপ ইকবালুর রহিম, সংসদ্য সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ বি এম রিয়াজুল কবীর কাওছার।

দুদিন ব্যাপী ওই সম্মেলন শুরু হবে সোমবার।

নূর সুলতানে সম্মেলন শেষে কমনওয়েলথ দেশগুলোর পার্লামেন্টের সংগঠন সিপিএর সম্মেলনে যোগ দিতে উগান্ডার রাজধানী কাম্পালায় যাবেন।

উগান্ডায় কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আব্দুস শহীদ, মো. আবু জাহির, মোহাম্মাদ নজরুল ইসলাম, শিরীন আহমেদ।

২৮ সেপ্টেম্বর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।