সিপ্লাস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উদযাপনে ঢাকা থেকে গ্রাম অভিমুখে জনস্রোত নেমেছিল। ঈদের আগ দিন পর্যন্ত পাঁচ দিনে ঢাকা ছেড়েছিল এক কোটিরও বেশি সিম ব্যবহারকারী। ঈদ উদযাপনের পর এখন সেই মানুষেরা কর্মের নগরীতে ফিরতে শুরু করেছেন। গত দুদিন ঢাকায় ফিরেছেন ২০ লাখেরও বেশি সিম ব্যবহারকারী।
মোবাইল অপারেটরদের বরাত দিয়ে শনিবার (৭ মে) দুপুরে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।৩ মে ঈদ উদযাপনের পর ৫ ও ৬ মে ঢাকায় আসা সিমের বিবরণ তিনি জানান, ঈদের তৃতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ মে) ঢাকায় ঢুকেছেন ছয় লাখ ৩২ হাজার ৪৮৫ সিম ব্যবহারকারী। শুক্রবার (৬ মে) এসেছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০টি সিম ব্যবহারকারী। অর্থাৎ এ দুদিনেই ঢাকায় এসেছেন ২০ লাখ ৩০ হাজার ১৬৫ সিম ব্যবহারকারী।
মন্ত্রীর এ তথ্য শুধু সিমের। অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেকের সঙ্গে শিশু বা কিশোর এসেছেন, যাদের মোবাইল নেই। সে হিসেবে বলা যাচ্ছে, এ দুই দিনে ঢাকায় ঢোকা মানুষের সংখ্যা আরও বেশি।এ বছর ৩০ রমজান পূর্ণ হওয়ায় গত মঙ্গলবার দেশে (৩ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবার তুলনামূলক ঈদযাত্রা স্বস্তিরই হয়েছে বলে জানাচ্ছেন ঢাকায় ফেরা মানুষেরা।