খাগড়াছড়ির দীঘিনালায় মো. রবি (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক গোরস্তানপাড়া এলাকার মৃত আঃ কাদেরের ছেলে।
মঙ্গলবার পুলিশ খবর পেয়ে উপজেলার রশিক নগর মধ্য বেতছড়ি গোরস্তানপাড়া এলাকা থেকে একটি গাছের সাথে গলায় রশি দেওয়া নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, পুলিশ খবর পেয়ে নিহত যুকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি মর্গে প্রেরণ করেছে।
এ নিয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।