দাঁতমারায় অসহায় মানুষদের জন্য দ্রুত হাসপাতাল করা হবে- বিপ্লব

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন
জেএইচএম গ্রুপের ডিএমডি, তরুণ শিল্পপতি মোঃ মেহেদি হাসান বিপ্লব বলেছেন- দাঁতমারা ইউপির বেকার সমস্যা সমাধানকল্পে আগামী অর্থ বছরে জেএইচএম গ্রুপে ৫০০ অধিক এলাকার বেকার যুবকে চাকরী দেয়া হবে। ইতিমধ্যে অত্র এলাকার একাধিক শিক্ষিত বেকার যুবক জেএইচএম গ্রুপে চাকরী দেয়া হয়েছে।
গতকাল ২০ সেপ্টেম্বর(শুক্রবার ) বিকেলে উপজেলা হেঁয়াকোতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেঁয়াকো সরকারপাড়া বনানী সংঘ এ আলোচনা সভার আয়োজন করেন।
দাঁতমারা ইউনিয়ন আ’লীগের সভাপতি মুজিবুল হক মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেএইচএম গ্রুপের ডিএমডি মোঃ মেহেদি হাসান বিপ্লব। প্রধান অতিথির বক্তব্যে মেহেদি হাসান বিপ্লব বলেন আরো বলেন, এলাকার গরীব অসহায় মানুষদের জন্য অচিরেই হেঁয়াকোতে একটি হাসপাতাল স্থাপন করা হবে। এলাকার মানুষ যাতে চিকিৎসার অভাবে না থাকে সেজন্য জেএইচএম গ্রুপ এ উদ্যোগ নিয়েছেন । জমি পাওয়া সাপেক্ষে যত দ্রুত সম্ভব এ কাজে হাতে দেয়া হবে। বিনা পয়সায় চিকিৎসা সেবা দেয়া করা হবে ইনশাআল্লাহ। এছাড়া ১নং ওয়ার্ডবাসীকে সুদের অভিশাপ থেকে মুক্ত করতে জানুয়ারিতে সুদ মুক্ত ঋন চালু করা হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাঈল মজুমদার,ইউনিয়ন অা,লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিহির কুমার দে, সমাজ সেবক রাসেল মজুমদার, ইউপি সদস্য আনোয়ার হোসেন,সুব্রত দে,যুবলীগ নেতা সাহেদুল আলম নাহিদ,সাংবাদিক বিশ্বজিৎ রাহা,কামাল উদ্দিন। আলোচনা সভা শেষে তরুণ শিল্পোদ্যোক্তা মেহেদী হাসান বিপ্লবকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন হেঁয়াকো সরকারপাড়া বনানী সংঘের নেতৃবৃন্দরা।