দক্ষিণ কোরিয়ায় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজনীতিকরা তাদের মাথান্যাড়া করছেন।
দেশটির বিরোধী নেতা হোয়াং কিও-আন প্রেসিডেন্ট ভবনের সামনে সোমবার সন্ধ্যায় জনসমক্ষে তার মাথা ন্যাড়া করেছেন।
তাদের প্রতিবাদের লক্ষ্যবস্তু দেশটির নতুন বিচারমন্ত্রী চো কুক, যার পরিবার দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ রয়েছে। চো কুক প্রাক্তন আইনের অধ্যাপক এবং মি. মুনের সহযোগী। গত সপ্তাহে তাকে বিচারমন্ত্রীর পদে বসানো হয়।
তার বিরুদ্ধে শিক্ষাখাতে জালিয়াতির চলমান অভিযোগ এবং তার পরিবারের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও মি. মুন তাকে এ পদের জন্য মনোনয়ন করেছেন।