দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এদের সবার বাড়িই ফেনীতে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
স্বজনরা জানায়, গত বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে নর্দান ক্যাপের ফোপাডায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন হাসান ও রবি। তাদের বাড়ি ফেনীর দাগনভূঞার রাজাপুরে। কয়েক বছর ধরে দুই ভাই দক্ষিণ আফ্রিকার স্প্রিং শহরে ব্যবসা করছিলেন।
নিহত আরেক বাংলাদেশি জামশেদুর রহমানের বাড়ি সোনাগাজীতে।