ঢামেকে নবজাতককে রেখে মা-বাবার পলায়ন

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক মেয়ে নবজাতককে রেখে পালিয়ে গেছেন তার মা ও বাবা। শিশুটিকে এনআইসিইউতে ভর্তি রাখা হয়েছে। তবে সে সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার সন্ধ্যার পর ঢামেকের ১০৬ নম্বর ওয়ার্ডের বিছানায় নবজাতকটি শুয়েছিল। তবে তার পাশে কোনো স্বজনকেই পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, নবজাতকটির মায়ের নাম নাহার ও বাবার নাম রাসেল। তাদের বাসা রাজধানীর মিরপুরে।

রাতে খবর পাই হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে এক মেয়ে নবজাতক বিছানায় পড়ে আছে, তার সঙ্গে কেউ নেই।

পরে ওয়ার্ডে গিয়ে খোঁজখবর নিয়ে জানা যায়, ১৩ তারিখ ভোরে সিজারের মাধ্যমে তার জন্ম হয়। এর পর থেকেই ১০৬ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত বিছানায় চিকিৎসাধীন ছিল। তবে নবজাতকটির সঙ্গে তার বাবা ও মা ছিলেন। তাদের সন্ধান চলছে বলে জানান এএসআই আবদুল খান।

ওই বেডের পাশে থাকা রোগীর স্বজনরা জানান, বাবা-মায়ের ঝগড়ার জের ধরে তারা নবজাতকটিকে হাসপাতালে রেখে চলে গেছেন।