রাঙ্গুনিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেনের কাছ থেকে পুরস্কার নিলেন রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসা।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। মাদ্রাসার পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ নাছির উদ্দিন তৈয়বী। উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবেও পুরস্কার গ্রহণ করেন।
এছাড়া ওই মাদ্রাসার সহকারী মৌলভী মোহাম্মদ নিজাম উদ্দীন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও মাদ্রাসাটির দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ আমিনুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবেও এদিন ডিসির কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৯ উপলক্ষে মাদ্রাসাটি এই তিন ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল বশর মুন্সি, মাস্টার আসলাম খাঁন প্রমুখ।