কাশ্মীর ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজই বৈঠকে বসবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার রাত ১০টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। খবর দ্য ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইমরান খানের বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, অর্থনৈতিক উপদেষ্টা ড. আবদুল হাফিজ শেখ, প্রবাসী পাকিস্তানি বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জুলফিকার আব্বাস বুখারীও অংশ নেয়ার কথা রয়েছে।
কাশ্মীর সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের ইতিবাচক মনোভাবের কথা স্মরণ করিয়ে ইমরান খান বিষয়টিতে ট্রাম্পের কার্যকরী পদক্ষেপ চাইবেন বলে জানা গেছে।
ইমরান খানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে মূল আলোচ্য বিষয় হতে পারে কাশ্মীর ইস্যু।
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, এবারের সাধারণসভায় পাকিস্তানের মূল এজেন্ডা হচ্ছে কাশ্মীর ইস্যু।