টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি : স্বর্ণ ও টাকা লুট

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ১০ টি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার আলীখালি ক্যাম্পে এ ঘটনায় ঘটেছে। সশস্ত্র মুখোশধারী ডাকাত দল এ সময় ১০ ভরি স্বর্ণ ও প্রায় ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করেছে রোহিঙ্গারা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শনিবার ভোররাতে মুখোশধারী একদল অস্ত্রধারী ডাকাত টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্পের বি-নাইন নামক এলাকার ১০টি ঘরে হামলা চালায়। প্রতি ঘরে ৪ জন করে ঢুকে পরে। এতে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে যায়।

যাওয়ার সময় গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে পাহাড়ারে দিকে ঢুকে পরে।

তাদের পরনে বেশির ভাগই লুঙ্গি ও গেঞ্জি ছিল। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ডাকাতির শিকার পরিবারগুলো হলেন- টেকনাফের লেদা আলীখালির রোহিঙ্গ ক্যাম্পের বি-নাইন এর বাসিন্দা নুর হোসেন, আব্দুর রহমান, জাকির হোসেন, সায়রা খাতুন, মো. কাসিম, মো. সিরাজুল, রফিক, মো. ইসমাইল, ইমান ও গুড়া মিয়া।

ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মনির বলেন, ডাকাতির খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছলে, সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনা কারা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে ধারনা করা হচ্ছে ‘রোহিঙ্গা ডাকাতরা’ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছে।

টেকনাফের লেদার আলীখালি রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, তার ক্যাম্পের ১০টি ঘরে অস্ত্রধারী ডাকাতরা ১৪ ভরি স্বর্ণ ও প্রায় ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।এ বিষয়টি আইনশৃঙ্খলাবাহিনীকে অবহিত করা হয়েছে।