টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ নিহত-৩

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর ঢালায় এলাকার জঙ্গলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজারের উখিয়া বালুখালী ১৭নাম্বর ক্যাম্পের ফজল আহাম্মদের ছেলে মোহাম্মদ জামিল(২০), একই ক্যাম্পের নবী হোসেনের ছেলে আসমত উল্লাহ (২১) ও টেকনাফের বাহারছড়া নতুনপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রফিক (২৪)।

আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই হাবিব উল্লাহ, কনস্টেবল রাকিবুল ও দেলোয়ার।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, বুধবার রাতে হত্যা অস্ত্র ও মাদক মামলার তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা চুরি, অপহরন, খুনসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে, স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার ভোররাতে বাহারছড়া শামলাপুর ঢালায় জঙ্গল এলাকায় অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারের জন্য গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে তাদের সহযোগীদের গুলিতে ধৃত তিনজন গুলিবিদ্ধ হয়। এ সময় তারা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৩টি এলজি, ৬ রাউন্ড তাজা কাতুজ,৮ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

পরে গুলিবিদ্ধ তিনজনকে টেকনাফ সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে তাদের মৃত ঘোষণা করেন।