টেকনাফে পানিতে ডুবে রোহিঙ্গা শিশুর মৃত্যু

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে লবণের মাঠে পানিতে ডুবে ইরফান আলী (১১) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ইফরান টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আমান উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে লবণের মাঠে পানিতে খেলছিল শিশুটি। এ সময় লবণের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ইফরান। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পের ভেতরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ আবদুস সালাম বলেন, রোহিঙ্গা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।